বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত, আসরে জয়হীন দুই দল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-02-27 16:41:50

বাংলাদেশ-পাকিস্তান দুই দলই সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গেছে। তাদের দুই দলের আজকের ম্যাচ কেবলই নিয়মরক্ষার। নিয়মরক্ষার ম্যাচ বলেই হয়তো মন খারাপ রাওয়ালপিন্ডির আকাশেরও। বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচ।

আজ বিকাল তিনটায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি। তবে বৃষ্টির সম্ভাবনা আছে তা আগেই জানিয়ে রেখেছিল আবহাওয়া বিভাগ। গুড়িগুড়ি বৃষ্টির তোড়টাও বেড়েছে আগের থেকে। তাই আগেভাগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচ।

এর আগে এই রাওয়ালপিন্ডিতেই  বৃষ্টি মুখর আবহাওয়ার জন্য গত মঙ্গলবার পরিত্যক্ত হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ। একই পরিণতি হল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচেও। এ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আসরে জয়হীন থাকতে হল স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশকে। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট করে ভাগাভাগি করে নিয়েছে দুই দল। এই আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি কেবল এই এক পয়েন্টই। 

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারেই নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের বিদায়। এ গ্রুপ থেকে সেমিতে খেলবে ভারত ও নিউজিল্যান্ড।

এ সম্পর্কিত আরও খবর