মাঠে ঢুকে পড়ছেন দর্শক, ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2025-02-27 16:07:55

দীর্ঘ ২৯ বছর পরে আইসিসির কোনো ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেল পাকিস্তান। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে কোনো যেকোন বিতর্ক এড়াতে নিরাপত্তা ইস্যুতে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এবার ম্যাচ চলাকালীন মাঠে দর্শক ঢুকে পড়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়ছে পিসিবি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। তাই আসর শুরুর একদিন আগে বৈশ্বিক এই আসরকে সামনে রেখে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছিল পিসিবি। সে সময় দেশ জুড়ে গোয়েন্দা অভিযান পরিচালনা ও খেলোয়াড়দের সামগ্রিক নিরাপত্তায় ১২ হাজার পুলিশ কাজ করবে জানায় তারা।

তবে ম্যাচ চলাকালীন মাঠে দর্শকদের ঢুকে পড়ার ঘটনায় প্রশ্নে মুখে পড়ছে মাঠের ও খেলোয়াড়দের নিরাপত্তা ব্যবস্থা। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ম্যাচে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটে। কিউই ব্যাটার রাচিন রবীন্দ্রকে আলিঙ্গন করার জন্য রাজনীতিবিদের ছবি সহ একজন দর্শক মাঠের মধ্যে ঢুকে পড়েন। পরে অবশ্য নিরাপত্তা কর্মীরা তাকে দ্রুত গ্রেপ্তার করেন।

গতকাল বুধবার ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিজয় উদযাপনের সময়ে আবারো একজন দর্শক মাঠে ঢুকে পড়েন। আফগানিস্তানের ক্রিকেটারদের দিকে ছুটে যান তিনি। এক ক্রিকেটারের গলাও জড়িয়ে ধরেন তিনি। অপরজনকে ধরতে যাওয়ার সময় তাকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা।

গত বুধবারের ঘটনায় নড়েচড়ে বসেছে পিসিবি। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, খেলোয়াড়দের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছে পিসিবি। খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের(পিসিবির) সর্বোচ্চ অগ্রাধিকার। একটি দায়িত্বশীল সংস্থা হিসাবে, আমরা স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে যুক্ত হয়েছি, যারা ভেন্যুগুলোতে মাঠের চারপাশে নিরাপত্তা কর্মী বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সেখানে আরো বলা হয়,কালকের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়েছে। পাশাপাশি সেই ব্যক্তির জন্য পাকিস্তানের ক্রিকেটেেআজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করার জন্য আরেরা সিবিড়ভাবে কাজ করবে পিসিবি।

এ সম্পর্কিত আরও খবর