চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে যাওয়ার যত হিসাব-নিকাশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-02-27 15:47:57

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮ দল ভাগ হয়ে খেলে দুই গ্রুপে। এবারের আসরেও এর ব্যতিক্রম নয়। গ্রুপ ‘এ’ তে আছে ভারত, পাকিস্তান,নিউজিল্যান্ড ও বাংলাদেশ। আর গ্রুপ ‘বি’ তে আছে অস্ট্রেলিয়া,ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

সেমিফাইনাল শুরু হওয়ার এখনও বাকি আছে চার ম্যাচ। তবে গ্রুপ ‘এ’তে ইতোমধ্যেই নির্ধারিত হয়ে গেছে কারা খেলবে সেমিতে। ভারত ও নিউজিল্যান্ড দুই দলই দুটি করে জয়ের দেখা পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান দুই কোনো জয়ের দেখা পায়নি। তাই অনেকটা এই গ্রুপ থেকে ভারত ও নিউজিল্যান্ড সেমিতে যাচ্ছে এটা নিশ্চিত হয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারের দিনে। পাকিস্তান-বাংলাদেশের যে ম্যাচ বাকি আছে তা কেবলই নিয়মরক্ষার।

গ্রুপ ‘এ’ তে সেমির পথ মসৃণ হলেও জমে উঠেছে গ্রুপ বি তে সেমিতে ওঠার সমীকরণ। গতকালের আফগানিস্তান এবং ইংল্যান্ড, দুই দলের জন্যেই ম্যাচটা ছিল ডু অর ডাই। সে ম্যাচ আফগানদের কাছে হেরে ইংল্যান্ড ছিটকে গেছে আসর থেকে। বাকি তিন দলের সবারই সুযোগ আছে সেমিতে যাওয়ার।

গ্রুপ ‘বি’ থেকে কারা সেমিতে যাবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে এ গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত। তার আগে নিশ্চিত করে বলা যাবে না কারা উঠবে। যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিতে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে আফগানিস্তান। সে ম্যাচে যারা জিতবে তারা নিশ্চিতভাবেই সেমিতে খেলবে। আফগানিস্তান হারলে তাদের সেমিতে খেলার স্বপ্ন একেবারেই নষ্ট হবে।

তবে অস্ট্রেলিয়া হারলে তাদের তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে। সে ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলে সেমিতে যাবে। আর ইংল্যান্ড যদি বড় ব্যবধানে প্রোটিয়াদের হারিয়ে দেয় তবে অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিপক্ষে হারার পরেও সেমিতে ওঠার সুযোগ পাবে। এত হিসাব নিকাশে না যেয়ে তাই অজিরা চাইবে আফগানদের হারিযে সেমিফাইনাল নিশ্চিত করতে।

তবে কোন ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হলে এই সমীকরণে যুক্ত হবে নতুন জটিলতা। যদি দুই ম্যাচেই বৃষ্টি হানা দেয়, তবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া যাবে সেমিতে। যদি দক্ষিণ আফ্রিকা ম্যাচে বৃষ্টি হানা দেয়, তবে প্রোটিয়াদের দরকার হবে আফগানিস্তানের হার। আর যদি অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি হানা দেয়, তবে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত। আফগানিস্তান সেক্ষেত্রে সেমির জন্য অপেক্ষা করবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ম্যাচের ফলাফলের জন্য।

এ সম্পর্কিত আরও খবর