ইংল্যান্ডের বিপক্ষে গতকালকের ম্যাচটি আফগানদের কাছে ছিল স্বপ্নের মতো। অসাধারণ ব্যাটিংয়ে রেকর্ড ভেঙ্গে ১৪৬ বলে ১৭৭ রান করেছেন ইব্রাহিম জাদরান। লড়াকু পুঁজি নিয়ে এগিয়ে দেন দলকে। আর বাকি কাজটা শেষ করেন অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তার দুর্দান্ত বোলিংয়ে ৮ রানের ব্যবধানে ইংলিশদের হারিয়ে আসরের প্রথম জয় তুলে নেয় আফগানিস্তান। দলের এমন জয়ের পর সরাসরি অস্ট্রেলিয়ার উপর চোখ রাখছেন কোচ জনাথন ট্রট।
লাহোরে অভাবনীয় জয়ের পর আইসিসির বৈশ্বিক আসরে টানা দ্বিতীয়বারের মতো সেমি-ফাইনালে কোয়ালিফাই করার সুযোগ এসেছে দলটির। এর আগে গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিতে খেলার যোগ্যতা অর্জন করেছিল আফগানরা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের এমন সাফল্যের পর ট্রট বলেন, ‘রাতের আনন্দ উপভোগ শেষে সকালে ওরা অস্ট্রেলিয়ার ম্যাচের প্রস্তুতির জন্য তৈরি থাকবে। কারণ অস্ট্রেলিয়া আমাদের হালকাভাবে নেবে না। আমাদের প্রস্তুত থাকতে হবে। মানুষজন হয়ত ভেবেছিল যে ঐতিহাসিক টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে খেলাটা আমাদের জন্য কিছুটা সহজ হবে। কিন্তু এই ফরম্যাটে, এই অবস্থায়, আমি তা মনে করি না।’
অজিদের বিপক্ষে নিজেদের অতীত অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন,‘যতদিন আমি কোচ ছিলাম, আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছি এবং প্রতিটি ম্যাচেই আমরা সমান প্রতিদ্বন্দ্বিতায় ছিলাম। তাই আমরা এর থেকে অনেক আত্মবিশ্বাস নিতে পারি। আমি এটি খেলোয়াড়দেরও বলেছি যে আফগানিস্তানকে আর কখনোই হালকাভাবে নেওয়া হবে না।’
আগামী শুক্রবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। সেমিতে যেতে চাইলে ম্যাচটিতে জয় চাই দুই দলেরই।