এডিট করা ভিডিও প্রচার করে এ্যানির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2025-02-19 22:40:01

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাঁদাবাজির কৌশল নিয়ে কথা বলা একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি সত্য নয় দাবি করে, একটি মহল ভিডিওটি এডিট করে বানিয়ে অপপ্রচারের উদ্দেশ্যে ছড়িয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার রাত থেকে বেশ কিছু ফেসবুক একাউন্টে ছড়িয়ে পড়া শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ২৫ সেকেন্ডের একটি ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি স্থানীয় নেতাকর্মী ও নিউমার্কেট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করছেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, ফ্যাসিস্ট সরকারের আমলে নিউ মার্কেট এলাকায় অনেক চাঁদাবাজি হতো। এখোনো অনেক দল চাঁদাবাজির চেষ্টা করছেন। এই চাঁদাবাজি বন্ধ করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে।

পাশাপাশি দলীয় কোন নেতাকর্মী যাতে চাঁদাবাজির সাথে জড়িত না হয় সে জন্য কঠোর হুঁশিয়ারি দেন তিনি। এসময় উপস্থিত কোন এক ব্যবসায়ী তার বক্তব্যকে মোবাইল ফোনে ভিডিও ধারন করে। সেখানে আগে পরে ভিডিও'র অংশ কেটে এডিট করা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলে মূহর্তেই ভাইরাল হয়।

এই বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, গত ১৬ ফেব্রুয়ারি নিউমার্কেটস্থ লক্ষ্মীপুরের ব্যবসায়ীরা আমার সাথে দেখা করতে আসে। ব্যবসায়ীরা চাদাঁবাজি নিয়ে আমার কাছে তাদের কথা বলেন-চাদাঁবাজি বন্ধের জন্যে কৌশলী হয়ে চলার পরামর্শ দিয়েছি। কিন্তু একটি মহল এটার একটা ভিডিও ইডিটিং করে সোস্যাল মিডিয়া অপব্যাখ্যা ও অপপ্রচার চালাচ্ছে যা সুস্থ রাজনীতির অন্তরায়।

এ সম্পর্কিত আরও খবর