কুমিল্লায় আরও ৫ জন আক্রান্ত, মোট ১৫৬

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-09-01 21:50:41

গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় আরও ৫ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৬ জনে।

নতুন করে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কুমিল্লা নগরে একজন, কুমিল্লা মেডিকেল কলেজে একজন, নাঙ্গলকোটে ২ জন ও চান্দিনা উপজেলার একজন রয়েছেন।

কুমিল্লায় করোনা জয় করে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২ জন। তবে নতুন করে কেউ সুস্থ হননি। এ পর্যন্ত মারা গেছেন ৭ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ মারা যাননি।

সোমবার (১১ মে) দুপুর ২টার দিকে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।

জেলা সিভিল সার্জন জানান, সোমবার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৫১৬টি। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৩ হাজার ৯১ জনের। এদের মধ্যে আক্রান্তের সংখ্যা ১৫৬ এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২ জন। আর মারা গেছেন ৭ জন।

এ সম্পর্কিত আরও খবর