করোনায় আক্রান্ত আরো ১৪৪ পুলিশ সদস্য

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-10 07:09:53

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ১ হাজার ৪২৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে এই ভাইরাস আক্রান্ত ছয় পুলিশ সদস্য মারা গেছেন।

শুক্রবার (৮ মে) দুপুরে পুলিশ সদর দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে, বৃহস্পতিবার (৭ মে) দুপুর পর্যন্ত পুলিশ বাহিনীতে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৮৫ জন।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় পুলিশ বাহিনীতে আক্রান্ত ১৪৪ জনের মধ্যে ৪২ জনই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য। এ নিয়ে ডিএমপি’র ৭০৮ জন পুলিশ সদস্য এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা মোট পুলিশ সদস্যের প্রায় অর্ধেক।

এর বাইরে ২ হাজার ৮১৪ জন পুলিশ সদস্য কোয়ারেনটাইনে রয়েছেন। আইসোলেশনে রয়েছেন ৪৭২ জন।

 

এ সম্পর্কিত আরও খবর