যবিপ্রবির ল্যাবে ৩ জেলার আরও ১৯ জনের করোনা শনাক্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর | 2023-08-30 01:57:01

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবরেটরিতে নতুন করে তিন জেলার আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (৪ মে) চার জেলার ৯৪টি নমুনা পরীক্ষা করে ১৯টি পজেটিভ ও ৭৫টি নেগেটিভ ফলাফল পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ফলাফল প্রকাশ করা হয়। এ নিয়ে যবিপ্রবি’র জিনোম সেন্টারে গত ১২ দিনে ১২৩ জন করোনা রোগী শনাক্ত হলেন। যশোর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৮।

যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ বার্তা২৪.কমকে জানান, বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সোমবার ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোরের ৫৭ নমুনা পরীক্ষায় ১১ জন, ঝিনাইদহের ২৩টি নমুনায় সাতজন এবং চুয়াডাঙ্গার ১৩টি নমুনায় একজন করোনা পজেটিভ পাওয়া গেছে। এছাড়া মাগুরা জেলার একটি নমুনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে।

ফলে এ পর্যন্ত যশোরে ৬৮ জন, ঝিনাইদহে ২৯ জন, নড়াইলে ১২ জন, চুয়াডাঙ্গায় সাতজন, মাগুরা ও কুষ্টিয়ায় চারজন করে এবং মেহেরপুরে দু’জন রোগী শনাক্ত হলেন। যবিপ্রবিতে এ সাতটি জেলার নমুনা পরীক্ষা হচ্ছে।

 

এ সম্পর্কিত আরও খবর