যুক্তরাষ্ট্রে পার্কে বন্দুক হামলায় নিহত ৩

, জাতীয়

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-03-23 11:51:33

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের একটি পার্কে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (২২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লাস ক্রুস শহরের ইয়ং পার্কে অনুমোদনহীন গাড়ি প্রদর্শনীর এক আয়োজনে শুক্রবার স্থানীয় সময় রাত ১০টার দিকে প্রতিদ্বন্দ্বী ২ গ্রুপের মধ্যে এই সংঘাত হয়। এই ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।

এক সংবাদ সম্মেলনে শহরটির পুলিশ প্রধান জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ৬০টি বুলেট শেল পাওয়া গেছে। গোলাগুলির সময় পার্কটিতে অন্তত ২০০ জনের জমায়েত ছিল।

নিহতদের মধ্যে দুই জনের বয়স ১৯ ও আরেকজনের ১৬ বছরের কিশোর। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এ সম্পর্কিত আরও খবর