চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন আখতারুজ্জামান উড়াল সড়কের নিচে বস্তাবন্দী অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় খুলশী থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, তিনি কোচিংয়ে যাওয়ার পথে বাসের জানালা দিয়ে বস্তাবন্দী মরদেহটি দেখতে পান। এরপর বাস থেকে নেমে ৯৯৯-এ ফোন করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব হোসেন বলেন, ‘বিকেল ৫টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বস্তাবন্দী অবস্থায় এক নারীর মরদেহ পাওয়া গেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’