বাণিজ্যিক জাহাজে চুরির সময় সুমন বাহিনীর আটক ৫

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বাগেরহাট |

কোস্ট গার্ডের অভিযানে মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির সময় দেশীয় অস্ত্র ও মাদকসহ কুখ্যাত সুমন বাহিনীর ৫ জনকে আটক করেছে।

শুক্রবার (২২ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

আটককৃতরা হলেন- মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০) বাগেরহাট জেলার মোংলা বাসিন্দা এবং মো. আজিম (২৬), মো. মেজবাহ (১৯) খুলনা জেলার কয়রা বাসিন্দা।

সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা সূত্রে জানা গেছে সুমন বাহিনীর একটি দল শুক্রবার বিকালে বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশ্যে মোংলা হতে হারবারিয়ার দিকে গমন করবে। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি চৌকস দল মোংলার ভদ্রা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন একটি সন্দেহজনক বোট তল্লাশি চালিয়ে ৯ পিস ইয়াবা, আনুমানিক ২৫ গ্রাম গাঁজা, ১২টি দেশীয় অস্ত্র সহ কুখ্যাত সুমন বাহিনীর ৫ জনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে পূর্বে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে এবং তারা উক্ত মামলার এজহারভুক্ত পলাতক আসামি।
জব্দকৃত আলামাতসহ আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর কারা হয়েছে ।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর