চট্টগ্রাম নগরীর খুলশী থানার কুসুমবাগ এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনার জেরে খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) রাতে ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিএনপি নেতা শাহআলম ও ছাত্রদল নেতা শরিফুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. জাহাঙ্গীর জানান, সংঘর্ষের সময় গোলাগুলি হয়েছে, এতে দুজন গুলিবিদ্ধ হন। এ ছাড়া আরও দুজন আহত হয়েছেন।
এ ঘটনায় খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। তার স্থলাভিষিক্ত হয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আফতাব হোসেন।