রাজধানীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম |

রাজধানীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

রাজধানীর চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনিতে দিয়েছে এলাকাবাসি।

পরে তাদেরকে আহত অবস্থায় হাসপাতালে পাঠালে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন। অন্য দুইজন ওয়ার্ডে ভর্তি রয়েছে।

শুক্রবার (২১ মার্চ) ভোরে চকবাজারের চম্পাতলী সোয়ারীঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর। আহতদের একজনের নাম আতিক (১৮), অন্যজনের বয়স প্রায় ২০ বছর। তারও পরিচয় এখনো পাওয়া যায়নি।

চকবাজার থানা উপপরিদর্শক (এসআই) মো. শোয়েব জানান, খবর পেয়ে সাড়ে ৫টার দিকে চকবাজার চম্পাতলী সোয়ারীঘাট এলাকায় তিনজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পাই। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে ও বাকি দুইজনকে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, আমরা স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে পারি ছিনতাই করার সময় জনগণ তাদের ধোলাই দিলে তারা গুরুতর আহত হন। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর

right arrow