ঝিনাইদহের মহেশপুরে বিচার-সালিশের নামে বাড়ি থেকে ডেকে নিয়ে জাফর আলী (৫০) নামে এক বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সামন্তা গ্রামের জীবন নগর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত জাফর আলী ওই গ্রামের জাবেদ আলীর ছেলে। তিনি কাজীরবেড় ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।
কাজীড়বেড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বলেন, গাছ কাটাকে কেন্দ্র করে বিএনপি কর্মী জাফর আলীর সঙ্গে স্থানীয় জামায়াত নেতা আমিরুল ইসলাম মাতব্বর, সজিব, তরিকুল ও আব্বাস মাষ্টারের সঙ্গে বিরোধ ছিল।
বিষয়টি নিষ্পতির জন্য রাত সাড়ে ১০টার দিকে জামায়াত নেতা সাইদুর রহমান জাফর আলীকে বাড়ি থেকে ডেকে ৫০ গজ দূরে বাক্কারের মোড় নামক স্থানে নিয়ে যান। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে আমিরুল ইসলামের নেতৃত্বে সংঘবদ্ধ দল তাকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন জাফর এবং কিছু সময় পর মারা যান তিনি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, রাতেই নিহত জাফর আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য মহেশপুর থানায় আনা হয়েছে। গাছ কাটাকে কেন্দ্র করে তার সঙ্গে এক ব্যক্তির বিরোধ ছিল। তারা সম্পর্কে মামা ভাগ্নে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহত জাফর বিএনপির সমর্থক ও হামলাকারীরা জামায়েত ইসলামীর সমর্থক বলে তথ্য পাওয়া গেছে।
অভিযোগের বিষয়ে জানতে জামায়েত নেতা সাইদুর রহমানের মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। এদিকে বিএনপি কর্মীকে হত্যার প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, সালিশের নামে বাড়ি থেকে ডেকে নিয়ে বিএনপি কর্মী জাফর আলীকে হত্যা করেছে জামায়েত সমর্থকরা। হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার বিকাল ৩টায় মহেশপুর উপজেলার সামন্তা বাজারে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে।