চট্টগ্রাম নগরীর পাইকারি কাপড়ের বৃহৎ বিপণিকেন্দ্র টেরিবাজারের একটি গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাজা বিপণি নামের একটি ভবনের দোতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে ছয়টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়।
টেরিবাজার বণিক সমিতির সভাপতি আবদুল মান্নান জানান, ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বর্তমানে নগরীর টেরিবাজারের কেনাকাটা স্বাভাবিক রয়েছে।