সৌদির জেল থেকে ১২ বাংলাদেশীর মুক্তির দাবি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা |

সৌদি আরবের জেলে থাকা ১২ জন বাংলাদেশির মুক্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।

রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানিয়েছে তারা। এছাড়া একই দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এক স্মারকলিপি প্রদান করেছে তারা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সৌদেতে আটক হওয়া বাংলাদেশিরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করেনি বরং তারা একটা ভুল করেছে। আর এক ভুলের শাস্তি হিসেবে দীর্ঘদিন জেলে আটকা রয়েছে। আমাদের দেশ থেলে ভালো ভাবে যোগাযোগ করলে তাদের মুক্তি পাওয়া সহজ হবে। আমরা দেশের বর্তমান সরকারের ইতিবাচক হস্তক্ষেপ কামনা করছি।

স্মারকলিপিতে বলা হয়, গত বছরের ৫ই আগস্ট হাসিনার পতনের পর ছাত্র জনতার বিজয় উৎসবে অংশগ্রহণ করার জন্য সৌদি আরবের রেমিট্যান্স ১২জন যোদ্ধা আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখান থেকে সৌদি পুলিশ বাংলাদেশের নাগরিক, রেমিট্যান্স যোদ্ধাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। তারা প্রায় ৮ মাস সৌদি আরবের আল কাসিম বুরাইদা সফর জেলে বন্দি জীবন-যাপন করছে।

আরো বলা হয়, আসছে ঈদুল ফিতর, আমরা পরিবারের সদস্যরা প্রতিবছর তাদের পাঠানো টাকায় ঈদ উৎসবসহ পরিবারের সকল চাহিদা পূরণ করি। তারা কারাগারে থাকায় রাষ্ট্র যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে তেমনি আমরা পরিবারের সদস্যরা টাকার অভাবে মানবেতর জীবন-যাপন করছি। ইতিমধ্যে কারাগারে থাকা ১২ সদস্যের কারো কারো পিতা ও নিকটআত্মীয় মৃত্যুবরণ করেছে এই সংবাদটিও তাদের কাছে পৌছানো যায়নি। কেউ কেউ বাবাও হয়েছেন, তারাও তাদের সন্তানের মুখ এখনও দেখেনি।

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাদের মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এ সম্পর্কিত আরও খবর