কুমিল্লায় ‘দুর্বার বাংলাদেশ’ এর মাসব্যাপী সেহরি বিতরণ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা |

পবিত্র রমজান মাসে অসহায় ও ভাসমান মানুষের জন্য মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার বাংলাদেশ। কুমিল্লা জেলায় মাসব্যাপী প্রতিদিন ২০০ থেকে ৩০০ জন অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ করছে সংগঠনটি। রমজানের মহিমা ও মানবিকতার আহ্বানে সাড়া দিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার মূল বার্তা “কেউ ক্ষুধার্ত থাকবে না।”

সংগঠনটি রাতের শেষ প্রহরে কুমিল্লার বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছে। বিশেষ করে পথশিশু, শ্রমজীবী মানুষ এবং দিনমজুরদের অগ্রাধিকার দিয়ে তাদের হাতে সেহরি তুলে দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দা, দাতা ও স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কার্যক্রমটি সফলভাবে পরিচালিত হচ্ছে।

শুধু খাবার বিতরণই নয়, এই উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষদের প্রতি সম্মান ও ভালোবাসার বার্তাও পৌঁছে দিচ্ছে দুর্বার বাংলাদেশ। দুর্বার বাংলাদেশ সকলের প্রতি এই মহতী উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।

হুমাইয়া নিশাত বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানে অনেক শ্রমজীবী রোজাদার সময় মতো সেহরি করতে পারে না, আবার কিছু দরিদ্র মানুষ সেহেরী কেনার সামর্থ্য নেই। তাদের জন্য দুর্বার বাংলাদেশের পক্ষ থেকে কুমিল্লার বিভিন্ন এলাকায় আমাদের সেহরি বিতরণ কার্যক্রমের চলছে। পুরো রমজান মাস জুড়ে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

ফারহানা সুলতানা বলেন, রমজানের বাকি দিনগুলোতেও সেহরি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি, ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচির পরিকল্পনাও রয়েছে।

নানজিবা নোশিন বলেন, আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মানুষের পাশে দাঁড়াতে চাই। রাতে অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে। এসব মানুষ ইফতারের খাবার পেলেও বেশির ভাগ সময় সেহরিতে না খেয়ে থাকে। তাই আমরা প্রতিরাতে সেহরির খাবার বিতরণ করছি।

দুর্বার বাংলাদেশের চেয়ারম্যান রাকিবুল আলম রিফাত বলেন, “রমজান আমাদের দানশীলতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। আমরা চাই, এই মাসে কেউ যেন ক্ষুধার যন্ত্রণা নিয়ে দিন শুরু না করে। আমাদের লক্ষ্য হলো প্রতিটি অসহায় মানুষের কাছে পৌঁছে তাদের মাঝে একটুখানি শান্তি এবং ভালোবাসা ছড়িয়ে দেওয়া।”

রাকিবুল আলম রিফাত বলেন, “আমরা শুধু খাদ্য দিচ্ছি না, বরং একটি বার্তা পৌঁছে দিচ্ছি—‘আপনারা একা নন। আমরা আপনাদের পাশে আছি।’ আমাদের এই প্রচেষ্টা সমাজের প্রতিটি মানুষের কাছে মানবতার সৌন্দর্য তুলে ধরবে।”

এ সম্পর্কিত আরও খবর