খাগড়াছড়িতে লুট হওয়া মালামালসহ ২ ডাকাত গ্রেফতার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খাগড়াছড়ি |

খাগড়াছড়ির মাটিরাঙায় বিশেষ অভিযানে ২ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া মূল্যবান মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

শনিবার (১৫ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন।

পুলিশ জানায়, গেল ৪ মার্চ মাটিরাঙা পৌর এলাকায় দেশীয় অস্ত্র দেখিয়ে মঞ্জুর ইসলাম নামে একজনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হওয়ার পর আসামীদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ। যার ধারাবাহিকতায় গত শনিবার রাতে মাটিরাঙার মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাঈম আল সুলতান ও মো. ইউসুফকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুট করা মালামাল এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন আরও জানান, গ্রেফতার হওয়া ২ জনের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় অস্ত্র আইন, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন জেলায় ডাকাতির সাথে জড়িত। এ চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এ সম্পর্কিত আরও খবর