চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল |

বরিশালে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে সুজন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকার জিয়ানগরে এই ঘটনা ঘটে। বিক্ষুব্ধ এলাকাবাসীর পিটুনিতে গুরুতর আহত সুজনকে পুলিশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মামলা সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ দুপুরে সুজন তার প্রতিবেশীর চার বছরের শিশুকন্যাকে নিজ বাসায় ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার শুরু করলে আতঙ্কিত হয়ে সে শিশুটিকে বাসায় পাঠিয়ে দেয়। বাসায় ফিরে শিশুটি তার মায়ের কাছে ঘটনা জানায়। এরপর শিশুর মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

শনিবার দুপুরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত সুজনকে ধরে ফেলে। উত্তেজিত জনতা তাকে গাছের সঙ্গে বেঁধে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে। পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান,নিহতের পরিবার অভিযোগ দিলে হত্যা মামলা হবে, অন্যথায় অপমৃত্যুর মামলা দায়ের করে লাশের ময়নাতদন্ত করা হবে।

এ সম্পর্কিত আরও খবর