গণমিছিলের ডাক দেয়া আন্দোলনকারীরা রাজপথে নামার স্পর্ধা দেখালে শহীদ মিনার অভিমুখে মার্চ করে প্রত্যেকটাকে ধরে ধরে আইনের হাতে সোপর্দ করার ঘোষণা দিয়েছেন বলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
শনিবার (১৫ মার্চ) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চ আয়োজিত 'ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন ও গণহত্যাকারী আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে' প্রতিবাদী জুলাই জমায়েতে অংশ নিয়ে তিনি এসব বলেন।
এদিকে আছিয়াসহ সকল হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ শীর্ষক কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিলের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চের নেত্রী লাকি আক্তার।
শরিফ ওসমান হাদি বলেন, এইগুলো কেউ নারীবাদী না এরা সবাই দিল্লীবাদী। দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী লীগের হাজার হাজার কোটি পাচার হওয়া টাকায় সারা বাংলাদেশের রাজপথে নামবে। যে রক্ত আবু সাইদ দিয়েছে আমাদের রক্ত থাকতে আমরা সেই রক্ত নিয়ে কোন ষড়যন্ত্র হতে দিবো না। শাহবাগীরা ১২টায় শহীদ মিনারে নামবে, এখনও নেমেছে কিনা জানি না, যদি নামে ঠিক ১২টার সময় জুলাই জনতাকে সাথে নিয়ে শহীদমিনার অভিমুখে আমরা মার্চ করবো।
তিনি আরও বলেন, আমরা এখন শান্তিপূর্ণ অবস্থান করবো, এই দিল্লিবাদীরা যদি রাজপথে নামার স্পর্ধা দেখায় আমরা শহীদমিনার অভিমুখে মার্চ করে প্রত্যেকটাকে ধরে ধরে আইনের হাতে সোপর্দ করবো।
এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন প্লেকার্ড হাতে শাহবাগীদের গদিতে আগুন জ্বালো এক সাথে, আওয়ামীলীগের গদিতে আগুন জ্বালো এক সাথে, ফ্যাসিবাদের গদিতে আগুন জ্বালো এক সাথে, মবতন্ত্রের গদিতে আগুন জ্বালো এক সাথে, শাহবাগীদের বিশ দাঁত ভেঙে দেও গুঁড়িয়ে দেও, আওয়ামী লীগের বিশ দাঁত ভেঙে দেও গুঁড়িয়ে দেও, আবু সাইদের রক্ত বৃথা যেতে দিবো না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না, জ্বালোরে জ্বালো আগুন জ্বালো, জেগেছেরে জেগেছে, রক্তে আগুন লেগেছে, বিচার বিচার বিচার চাই জুলাইয়ের বিচার চাই,; ''ল' তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা,; 'শ' তে শাহবাগী, তুই হাসিনা তুই হাসিনা,সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।