ঢাকা জেলার ধামরাইয়ে সপ্তাহের ব্যবধানে কমেছে সয়াবিন তেল, ছোলা ও চিনির দাম। স্থিতিশীল রযেছে সবজি ও চালের বাজার, তবে কিছুটা বেড়েছে লেবু ও কাঁচামরিচের দাম।
শনিবার (১৫ মার্চ) সকালে সরেজমিনে ধামরাই উপজেলার কাওয়ালীপাড়া, কালামপুর, ধামরাই, ধানতারা, বারবাড়িয়া, কাওয়াখোলাসহ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে।
তথ্য বলছে, গত সপ্তাহের তুলনায় সয়াবিন তেল, ছোলা ও চিনির দাম প্রতি কেজিতে ৫-১০ টাকা কমেছে। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকা। খোলা তেলের সরবরাহ ঠিকঠাক থাকলেও সঙ্কট রয়েছে বোতলজাত তেলের। চিনি ১২০ থেকে ১২২ টাকা প্রতি কেজি, মসুর ডাল ১০৫ থেকে ১১০ টাকা, ছোলা ১০৫ টাকা ও বেসন ১০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে সবজির বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি আলু ২৫ টাকা, পেঁয়াজ ৪০, কাঁচা মরিচ ৬০, শসা ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, করলা ৮০ টাকা, পটল ১০০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ প্রতি পিস ৪০-৫০ টাকা, পাতা কপি ১০ থেকে ১৫ টাকা পিস, ছোট লেবু ৬০ থেকে ৮০ টাকা হালি ও বড় লেবু ১০০-১২০ টাকা হালি বিক্রি হচ্ছে। বিক্রেতাদের ভাষ্য, সবজির দাম গত সপ্তাহের তুলনায় কোনো হেরফের হয়নি।
অন্যদিকে মসলার বাজারে দেখা যায়, প্রতি কেজি হলুদ ৩৩০ টাকা, শুকনা মরিচ ৩২০ টাকা, জিরা ৬৫০ টাকা, দেশি আদা ও রসুন ১০০ টাকা, লং ১৬০০ টাকা, এলাচ ৫০০০ টাকা করে বিক্রি হচ্ছে। মসলার দামও গেল সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে।
ক্রেতাদের অভিযোগ, বাজারে গেল কিছু দিন ধরেই নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সবজির দাম বৃদ্ধি পেয়েছে। রমজানেও তা অপরিবর্তিত রয়েছে। বাজারে দ্রব্যমূল্য কমাতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপের দাবি জানান তারা।