গড়াই নদীতে ভেসে বেড়ানো কুমির ধরা পড়ল এলাকাবাসীর হাতে

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ |

প্রায় দুই মাস ধ‌রে ঝিনাইদহ, রাজবাড়ী ও কুষ্টিয়া সীমান্ত দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে একাধিক কুমির ভেসে বেড়ানোর ঘটনায় এক‌টি লোকালয় থেকে ধরা পড়েছে।

বুধবার (১২ মার্চ) রাত ৯টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের গড়াই নদী পাড়ের সুবিদ্দা গোবিন্দপুর গ্রামের একটি বাড়িতে কুমিরটি উঠে আসছিল।

এ সময় গ্রামবাসী দেখতে পেয়ে মাছ ধরার জাল দিয়ে কুমিরটিকে ঘেরাও করে ধরে ফেলে। খবর পেয়ে ওই এলাকাসহ আশপাশের কয়েক হাজার মানুষ কু‌মির‌টি দেখার জন্য ভিড় ক‌রে‌। এছাড়া ভ্যানে করে নিয়ে এলাকায় আনন্দ মিছিল করে এলাকাবাসী।

এলাকাবাসী শিমুল খান জানান, কুমিরটি গড়াই নদী থেকে প্রায় ৪’শ ফুট ওপরে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খিলাফত মিয়ার বাড়ির দিকে যাচ্ছিল। সে সময় পাতার ওপর দিয়ে যাওয়ার অবস্থায় খড়-মড় আওয়াজ শুনে এলাকাবাসী কুমিরটিকে দেখতে পায়। এরপর মাছ ধরা জাল দিয়ে কুমিরটিকে ঘেরাও করে ধরে ফেলে তারা। পরে কুমিরটিকে মজবুত করে বেঁধে এলাকায় আনন্দ মিছিল করে এলাকাবাসী।

গ্রামবাসী ইনসান আলী জানান, দীর্ঘ প্রায় দুই মাস ধরে আমরা গড়াই নদী পাড়ের মানুষ কুমির আতঙ্কে ছিলাম। কুমিরটা প্রায় ৮ থেকে ১০ ফুট লম্বা হবে। তবে পুরুষ না মেয়ে তা জানা সম্ভব হয়নি। তবে আরও কমপক্ষে দুইটা কুমির আছে বলে ধারণা দেন তিনি।

শৈলকুপা বন বিভাগের কর্মকর্তা মোকলেসুর রহমান জানান, কুমিরটি এলাকাবাসী ধরে প্রথমে খুলুমবাড়িয়া স্কুল মাঠে রাখে। তারপর ভ্যানে করে শৈলকুপা থানায় আনা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা রওয়ানা হয়েছেন। কুমিরটির নিরাপত্তার স্বার্থে কর্মকর্তারা যতক্ষণ না আসবেন ততক্ষণ থানাতেই রাখা হবে।

তিনি বলেন, কুমিরটি মা কুমির। সাধারণত কুমির যখন ডিম পাড়ে তখন তারা ডাঙার দিকে চলে আসে। আমরা ধারণা করছি, কুমিরটির পেটে ডিম আছে। ডিম পাড়ার জন্যই সে ডাঙায় এসেছিল।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, কুমির আটকের খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও কুমিরটিকে জনতার হাত থেকে জীবিত উদ্ধার করতে সেখানে পুলিশ পাঠানো হয়। কুমিরটি দেখতে কয়েক হাজার মানুষ এসেছিল। পরে কুমিরটির নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। স্থানীয় বন কর্মকর্তারাও থানায় এসে পৌঁছেছে।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস বলেন, খুলনা বন বিভাগ‌কে জানা‌নো হ‌য়ে‌ছে। বন‌ বিভা‌গের এক‌টি দল রওনা দি‌য়ে‌ছে। তারা এসে কু‌মির‌টি নি‌য়ে যা‌বেন ব‌লেছেন।

এ সম্পর্কিত আরও খবর