প্রশাসনিক কর্মকর্তাদের তেল মারা বন্ধ করার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।
শনিবার (১ মার্চ) সকালে কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, দলীয় বিবেচনায় যেনে কেউ কাজ না করে তাদের ইতিমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে, আর তেল দেয়া যেন বন্ধ করে তা বলা হয়েছে। ভবিষ্যতে যে আসবে, পরে দেখা যাবে।
সীমান্ত ইস্যু নিয়ে তিনি বলেন, পুরো বর্ডার এখন আরাকান আর্মির দখলে। বন্দরে মিয়ানমার থেকে মালামাল আসার সময় ওরা এখান থেকে ট্যাক্স নেয় আবার বর্ডার ক্রস করার সময় আরাকান আর্মিও নেয়। একটা কটিন অবস্থা। এটা একটা বড় ধরনের সমস্যা, কিভাবে সমাধান করা যায় সরকারও চিন্তাভাবনা করছে। সহজে সমাধান হবেনা, কিন্তু আমরা চেষ্টা করছি।
রোহিঙ্গাদের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদিও অফিসায়ালি ১২ লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেয়া হয়েছে, সংখ্যায় কিন্তু আরও বেশি। তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে গেছে। তাই যত তাড়াতাড়ি তাদের নিজ দেশে ফেরত দিতে পারি ততোই আমাদের জন্য মঙ্গল।
এ সময় চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুঁইয়ার বিরুদ্ধে নানান অভিযোগ ভিত্তিতে উপদেষ্টা সংবাদ সম্মেলন চলাকালেই তাৎক্ষণিক চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে চকরিয়া থানার ওসির ব্যাপারে নির্দেশ দেন
সভায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, কক্সবাজার জেলা প্রশাসক সালাউদ্দিন আহমেদ ও পুলিশসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।