কটিয়াদীতে রোজা উপলক্ষে বিনা লাভে গোশত বিক্রি

, জাতীয়

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, কিশোরগঞ্জ | 2025-03-01 15:41:05

পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে সবার মধ্যে সম্প্রীতির বন্ধন ছড়িয়ে দিতে বিনা লাভে গোশত বিক্রি করা হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের কওমি মাদ্রাসা সংলগ্ন বাজারে।

শনিবার (১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে বিনা লাভে গোশত বিক্রি করা হয়েছে। এতে এলাকার তরুণ আলেমরা সহযোগিতা করেছেন।

প্যাকেট করে স্তরে স্তরে সাজানো হয়েছে গোশত। চারদিকে গ্রামবাসীর জটলা লেগে আছে। কেউ এক প্যাকেট আবার কেউ কয়েক প্যাকেট যার যার প্রয়োজনমতো গোশত কিনে নিয়ে যাচ্ছেন। ন্যায্য দামে বিক্রি হচ্ছে গোশত। 

গ্রামবাসী অন্তত প্রথম রোজার দিনে যেন গোশত খেতে পারে এই উদ্দেশ্যে এই আয়োজন। ধনী-গরীব এক কাতারে এসে সবাই কম বেশি ন্যায্য দামে কিনতে পারছেন। আনন্দের আবহের মধ্যে সবাই একসঙ্গে গোশত সংগ্রহ করার দৃশ্য সম্প্রীতির সেতুবন্ধন সৃষ্টি করেছে। সামাজিক সম্পর্ককে করছে শক্তিশালী। এলাকার কয়েক শতাধিক মানুষ আনন্দের সাথে এটি গ্রহণ করেছ বলে তারা জানান।

লোহাজুরী গ্রামের বাসিন্দা উপজেলা যুব আন্দোলনের সহ সভাপতি শহিদুল্লাহ জমশেদ বলেন, পৃথিবীর অনেক দেশেই রোজা আসলে জিনিসপত্রের দাম কমে কিন্তু আমাদের দেশে বেড়ে যায় এটি দুঃখজনক। আমরা মানুষের কথা চিন্তা করে গরু জবাই করে ক্রয় মূল্যে গোশত বিক্রি করছি।

তরুণ আলেম মাওলানা সাইফুল ইসলাম রহমানী বার্তা২৪. কম'কে বলেন, আমরা চাচ্ছি প্রথম রোজাতে হলেও মানুষ যাতে করে কম টাকায় গোশত কিনতে পারে। আমরা নিজেরা কাজ করে কিনা দামে বিক্রি করছি। মানুষ সন্তুষ্ট হয়েছে এই আয়োজনে'।

মাওলানা জাকির হোসেন বলেন, এই আয়োজনের মধ্যে ধনী গরীবের কোন ব্যাবধান ছিলো না। আমরা এলাকার মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেছি। মানুষ তৃপ্তি পেলে আমরাও আনন্দিত।

এ সম্পর্কিত আরও খবর