জামালপুরে অবৈধ বালু খননযন্ত্র ও পরিবহন জব্দ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর | 2025-02-27 22:49:33

জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৩ মাহিন্দ্র গাড়ী ও ২ ভেকু মেশিন (খননযন্ত্র) এর ব্যাটারী জব্দ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার কুলিয়া ইউনিয়নের চিনিতোলা ও নাংলা ইউনিয়নের হরিপুর এলাকায় ভ্রামমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আলমগীর। এ-সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৩টি মাহিদ্র গাড়ি ও দুইটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়। অভিযানের সময় সেনাবাহিনী ও মেলান্দহ থানার পুলিশ সদসরা উপস্থিত ছিলেন।

এদিকে, অভিযান পরিচালনার আগেই দূর থেকে ইউএনওর গাড়ি দেখে দৌড়ে পালিয়ে যান বালু খেকো ব্যবসায়ীরা।

জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলার কুলিয়া ইউনিয়নের চিনিতোলা এলাকার মাদারদহ নদী ও নাংলা ইউনিয়নের হরিপুর এলাকা থেকে প্রশাসনের আদেশ অম্যান্য করে অবৈধভাবে ভাবে ভেকু মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে হুমকির মুখে পড়েছিল নদীর তীরবর্তী বসতবাড়ি, ফসলি জমি ও ব্রীজ। মাহিন্দ্র গাড়ি দিয়ে মাটি বহন করায় ক্ষতিগ্রস্ত হচ্ছিল রাস্তাঘাট। এ নিয়ে স্থানীয়রা বাঁধা দেওয়ার পরেও কাউকে তোয়াক্কা না করেই বালু উত্তোলন করতেছিল।

উপজেলা অফিস সূত্রে জানা যায়, কুলিয়া ইউনিয়নের মাদারদহ নদী থেকে দুটি মাহিন্দ্রা গাড়ি এবং নাংলা ইউনিয়নের হরিপুর পাথালিয়া এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের কারণে একটি মাহিন্দ্রা গাড়ি ও দুটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়। জব্দকৃত গাড়ি ও ব্যাটারি থানায় রাখা হয়েছে।

এ প্রসঙ্গে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আলমগীর বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন জায়গা থেকে ভেকু ও ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। মাঝে মাঝে অভিযান চালিয়ে আইনি ব্যবস্থা নিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় আজ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। পরে অবৈধভাবে মাটি বহনকারী ৩টি মাহিন্দ্রা গাড়ি এবং দুটি ভেকু মেশিনের ব্যাটারি মেলান্দহ থানায় জব্দ করে রাখা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর