ময়মনসিংহ বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদে থাকা ৫৩ মেট্রিক টন পামওয়েল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রতিষ্ঠান মালিককে ৮০ হাজার টাকা জরিমানা ও একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে নগরীর বিসিক শিল্প এলাকায় এমজি এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পামওয়েল জব্দ করা হয়। ময়মনসিংহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্থানীয় সরকার) কেএম রাফসান রাফি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযানে সেনাবাহিনী, জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ অংশগ্রহণ করে।
কেএম রাফসান রাফি বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিসিকের এমজি এন্টারপ্রাইজের একটি গুদামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই প্রতিষ্ঠানের গুদাম থেকে ৫৩ মেট্রিক টন পামওয়েল জব্দ করে।এসময় ভোজ্য তেল অবৈধভাবে মজুদের অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে এমজি এন্টারপ্রাইজের সাথে সংশ্লিষ্ট সুজন বিন্দু ঠাকুর নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।