ঝালকাঠির রাজাপুরে দেশের বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণ, চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়া, ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে পৃথক পৃথক স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বরিশাল- খুলনা আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন করেন আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সাবেক ও বর্তমান ছাত্রীরা।
মানববন্ধনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান শিক্ষার্থীরা।
অপরদিকে রাজপুরের সকল ছাত্র জনতার ব্যনারে মানববন্ধন ও প্রতিবাদে সমাবেশ করেন ছাত্র ও সাধারন জনতা শহরে প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর থানার সামনে এসে মানববন্ধন করেন।
এ সময় বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান ও সানজিদা আক্তার। তারা বলেন, অতি দ্রুত ধর্ষকদের শাস্তি প্রকশ্যে মৃত্যুদণ্ড করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে হবে । অন্যথায় জুলাই আগষ্টের মতো ছাত্র জনতাদের নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা।