রাজধানীর লালবাগ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৭ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
গ্রেফতারকৃতরা হলো- মো. রাজু (২৯), মো. রাশেদ (৪৮), মো. হৃদয় (২৩), মো. রনি (২৬), মো. নুরুজ্জামান (৩৬), মো. সিফাত হোসেন (১৯), ও মো. রায়হান (১৮)।
গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৩ টি সুইচ গিয়ার এবং ৪ টি চাকু জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনি. সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।
তাপস কর্মকার বলেন, গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ৯টা হতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা পর্যন্ত র্যাব-১০ লালবাগ ক্যাম্প এর একটি আভিযানিক দল লালবাগ সেকশন এলাকাসহ আশপাশ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানে ৭ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর লালবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে জানা যায়।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে র্যাব-১০ তার নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
তিনি বলে, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা করা হয়েছে।