রাজশাহীতে ইলেকট্রিক সামগ্রী ব্যবসায়ী মো. আবুল বাসার মিন্টু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর বিনোদপুর বাজারের সামনে সাধারণ ছাত্র সমাজের উদ্যোগে এ মানববন্ধন হয়।
বক্তারা বলেন, গত ২২ ফেব্রুয়ারি মেসার্স তামিম ইলেকট্রিকের স্বত্বাধিকারী মো. আবুল বাসারের লাশ বিজিবি সীমান্ত অবকাশের সামনে পদ্মা নদী থেকে নৌ-পুলিশ উদ্ধার করে। মিন্টুর নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সমিতি রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, মুর্শিদ মিশন হাই স্কুলের শিক্ষক মো. মুক্তার হোসেন, বিনোদপুর বাজার সমিতির সভাপতি মো. আহসান হাবিব, সাধারণ সম্পাদক মো. বুরজাহান রজাহান প্রমুখ।