রাজধানীর আলোচিত ভইরা দে কিশোর গ্যাং গ্রুপের অন্যতম প্রধান সদস্য জীবন সরদার ওরফে কাল্লু জীবনকে (১৬) গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পল্লবী থেকে র্যাব-৪ এর একটি দল তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন ব্যাটালিয়নটির সিনিয়র সহকারী পরিচালক মো. সাইদুর রহমান শেখ।
তিনি জানান, রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে যার মধ্যে কিশোর গ্যাং ভইরা দে গ্রুপ এর ২০-২৫ জন সক্রিয় সদস্য রয়েছে। ভইরা দে গ্রুপ আওয়ামীলীগের ঢাকা-১৬ আসনের পলাতক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ছত্রছায়ায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম করত বলে জানা যায়।
সাইদুর রহমান বলেন, ভইরা দে গ্যাংয়ের সদস্যরা পল্লবী থানাধীন কালশীসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাং এর সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে কিশোর গ্যাং ভইরা দে গ্রুপ এর ওপর বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে এই গ্রুপের কাল্লু জীবনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।