শ্রীনগরে শিশু মৃত্যুর ঘটনায় চালকের আত্মসমর্পণ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মুন্সিগঞ্জ | 2025-02-27 12:37:53

মুন্সীগঞ্জের শ্রীনগরের পাড়াগাও গ্রামে ভ্যান চাপায় শিশু মৃত্যুর ঘটনায় ভ্যান চালক মারুফ সেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি সেচ্ছায় থানায় সমর্পণ করে।

ভ্যান চালক মারুফ বাড়ৈগাও গ্রামের প্রবাসী শহিদুল ইসলামের পুত্র। সে শ্রীনগরে স্টারশিপ কোম্পানীর ডিলারের পন্য পরিবহনের চাকুরি করেন।

বুধবার সন্ধ্যায় চালক মারুফ কান্না জড়িত কণ্ঠে জানায়, শিশুটি দৌড় দিয়ে এসে ভ্যানের নিচে পরে যায়। ভ্যানটি দ্রুত থামিয়েও তাকে বাঁচাতে পারলাম না। আমার ভ্যানের নিচে একটা প্রাণ শেষ হয়ে গেল, তা কোন ভাবেই মানতে পারছি না। এই অনুশোচনা থেকেই আমি সেচ্ছায় থানায় এসেছি।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান,ভ্যান চালক সেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছে। এই ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

উল্লেখ্য, বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার বেজগাও-তন্তর সড়কের পাড়াগাও গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

এ সম্পর্কিত আরও খবর