লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2025-02-27 09:53:03

লালমনিরহাটে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলকে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাট সদর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ডিবি) স্বাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্যামলের নামে কি কি মামলা রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকার একটি স্থান থেকে তাকে আটক করা হয়েছে। তবে এখনো এ বিষয়ে কোন কিছু বলা যাচ্ছে না। আমরা তাকে হাতে পাওয়ার পর প্রেস ব্রিফিং করে আপনাদের জানানো হবে।

এ সম্পর্কিত আরও খবর