আটকের পর ৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2025-02-27 00:32:32

সীমান্ত অতিক্রমের অভিযোগে ৮ বাংলাদেশিকে আটকের পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি’র অধিনস্থ তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে সীমান্তে মঙ্গলবার রাতে ৭ জন বাংলাদেশি ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের আটক করে। পরে বিষয়টি বিজিবিকে জানানো হয়।

বুধবার সন্ধা ৬টায় সীমান্তের মেইন পিলার ৭৩০ এলাকায় বিজিবি বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ওই সাত বাংলাদেশিকে বিজিবি'র কাছে হস্তান্তর করে বিএসএফ।

এদিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ তেঁতুলিয়া বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি পাথর শ্রমিক পাথর-বালু উত্তোলন করছিলেন। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসফের টহল দল তাকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। পরে বিষয়টি তেঁতুলিয়া বিওপি'র জানতে পেরে বিএসএফ বানেশ্বরজোত বিওপি'র সাথে যোগাযোগ করে। পরে বুধবার বিকেল তিনটায় পতাকা বৈঠকের পরে বাংলাদেশী পাথর শ্রমিককে বিজিবি'র কাছে হস্তান্তর করে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, সীমান্তে বিজিবির টহল সব সময় জোরদার করা হয়। তবে দালালের মাধ্যেমে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফের হাতে আটক হয়। পরে আমরা তাদের পতাকা বৈঠকের মাধ্যেমে ফিরিয়ে এনে দেশের আইনে মামলার প্রস্তুতি চলমান রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর