গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন গোয়ালবাথান এলাকায় অবস্থিত কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন এলাকায় রেল সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় লাল নিশান হাতে শতাধিক শিক্ষার্থী রেললাইনে বসে পড়ে।
শিক্ষার্থীরা জানান, ৫ আগস্টের পর ভার্সিটির নাম পরিবর্তন করার কথা থাকলেও এখনো কোন সুরাহা হয়নি। এর আগেও একাধিকবার আন্দোলন ও মানববন্ধন করলে কর্তৃপক্ষ নাম পরিবর্তনের আশ্বাস দেন। তবে তা বাস্তবায়ন হয়নি। যার কারণে আমরা রেল সড়ক অবরোধ করেছি।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ জানান, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছি। তাদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।