রংপুরে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2025-02-23 19:12:09

রংপুরে ধর্ষণের প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর টাউন হলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশ নেয় রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশত শিক্ষার্থী।

সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিতে ‘ধর্ষকের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার বোন ধর্ষিত কেন, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই’- স্লোগানে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে রাস্তায় বসে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসির দাবিতে পরে ধর্ষকের কুশপুত্তলিকার ফাঁসি দেওয়া হয়।

বিক্ষোভে অংশ নেয়া লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দেশে এখন শিশুরাও নিরাপদ না। দিন দিন ধর্ষণের সংখ্যা বাড়ছে। কিন্তু প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তারা নীরব ভূমিকা পালন করছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে ছাত্র-জনতা বসে থাকবে না।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উদ্যোগ জানিয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবিও জানান তারা।

এ সম্পর্কিত আরও খবর