পল্লবীতে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2025-02-20 16:45:25

রাজধানীর পল্লবী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পেশাদার ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

গ্রেফতারকৃতরা হল- সাকিব (১৮), মো. ইয়াছিন (১৯), মো. শিমুল (২০), মো. সুজন (১৯) ও রাব্বী হাসান জয় (২০)। এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি, দুটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে পল্লবী থানার বালুর ঘাট বারনটেক এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান।

তিনি জানান, পল্লবী থানাধীন বালুর ঘাট বারনটেক এলাকার মামা ভাগিনা ভ্যারাইটিজ স্টোর এর সামনে কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পাওয়া যায়। তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পল্লবী থানা পুলিশ ও যৌথবাহিনীর একটি টিম। যৌথ বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

এ সময় তাদের সঙ্গে থাকা ৭/৮জন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পল্লবী থানায় গ্রেফতারকৃত ৫ জনসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর