নৌকায় ভোট দিলেন তরিকতের ভাণ্ডারী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-01-07 14:17:32

নৌকায় ভোট দিলেন তরিকতের ভাণ্ডারী

নৌকায় ভোট দিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) চেয়ারম্যান ফুলের মালা প্রতীকের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।

রোববার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়েছি। আমি চাই তিনি আবার সরকার গঠন করুক। বাংলাদেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষা হোক।

সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ফুলের মালা প্রতীকে প্রচারণা চালালেও শেষ দিনে এসে নৌকাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

চট্টগ্রাম-২ আসনে নৌকার প্রার্থী সনি, তার শক্ত প্রতিদ্বন্দ্বী হোসাই মোহাম্মদ আবু তৈয়ব। এছাড়াও আরও ৬ প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এ সম্পর্কিত আরও খবর

right arrow