বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার সাভারের একটি হত্যা মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে সাভারের হৃদয় হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোসহ সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে এম মহিউদ্দিনের আদালত জামিনের আবেদন নাকচ করে ৪ দিনের রিমান্ডের এ আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার সাভারে ছাত্র-জনতার মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। ওই মিছিলে অংশগ্রহণ করে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ভিকটিম হৃদয়ের। এ ঘটনায় সাভার থানায় হত্যা মামলা করা হয়।