স্ত্রী-সন্তানসহ মোস্তফা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2025-02-18 17:27:38

স্ত্রী মিসেস কাশমিরী কামাল, দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালসহ সাবেক অর্থমন্ত্রী আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল ওরফে লোটাস কামালের (আ হ ম মোস্তফা কামাল) দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) এর আদালত এই আদেশ দেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাং নুরুল হুদা আদালতে তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন।

আবেদনে বলা হয়, আসামি আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন মামলার তদন্ত চলছে। আসামি আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল ও তার স্ত্রী এবং মেয়েরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাবে মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এমতাবস্থায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

এ সম্পর্কিত আরও খবর