মক্কার কোরআন জাদুঘরে কাবার গিলাফ দেখার সুযোগ

মক্কা, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2025-02-27 19:57:56

পবিত্র কাবা থেকে ১০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত হেরা পর্বত সংলগ্ন ‘হিরা কালচারাল ডিস্ট্রিক’। যা ‘কোরআন জাদুঘর’ নামে সমধিক পরিচিত। সেই জাদুঘরে পবিত্র কাবার গিলাফ কিসওয়ার একটি খন্ড প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে দর্শনার্থীরা কাবার মূল গিলাফের অংশবিশেষ দেখার সুযোগ পাবেন।

সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, হেরা পর্বতের পাদদেশে প্রতিষ্ঠিত জাদুঘরে পবিত্র কোরআন এবং অন্যান্য প্রাচীন ও বিরল পাণ্ডুলিপি রাখা আছে। সেখানে এবার পবিত্র কাবার গিলাফ কিসওয়ার একটি অংশ প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। কাবার গিলাফের ওই অংশটি সুন্দর সূচিকর্ম করা মূল গিলাফের অংশবিশেষ। খাঁটি রেশম, সোনা এবং রূপার সুতোয় বোনা পবিত্র কোরআনের আয়াতের ক্যালিগ্রাফিতে সজ্জিত এই অপূর্ব নিদর্শনটি ইসলামি কারুশিল্পের সমৃদ্ধ ঐতিহ্যের প্রমাণ। গিলাফের অংশটি মূল প্রদর্শনী কেন্দ্রে রাখা হয়েছে।

সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নে দ্য রয়েল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হলি সাইটসের তত্ত্বাবধানে জাবালে নুরসহ ঐতিহাসিক স্থানগুলো নিয়ে কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। মক্কার ধর্মীয় স্থাপনাগুলো ৬৭ হাজার বর্গমিটারের চেয়েও বড় এলাকাজুড়ে ‘হিরা কালচারাল ডিস্ট্রিক’ প্রতিষ্ঠা করা হয়েছে। এসব স্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে দর্শনার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করা হবে। প্রাক-ইসলামি যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত নবী কারিম (সা.)-এর ইতিহাসকে পরিচিত করাই এর অন্যতম লক্ষ্য।

হিরা কালচারাল ডিস্ট্রিক, মক্কা, ছবি: সংগৃহীত

মক্কা ও তায়েফের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগকারী কিং ফয়সাল রোডের পাশে অবস্থিত এই জাদুঘরে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসেন নিজেকে সমৃদ্ধ করতে। এই জাদুঘরের ভিজ্যুয়াল ডিসপ্লে দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা প্রদান করে। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে দেখানো তথ্যচিত্রগুলো কোরআনের সৌন্দর্যকে নানাভাবে সংজ্ঞায়িত করে।

এখানে অনেক মূল্যবান সংগ্রহ রয়েছে। বিভিন্ন যুগের কিছু বিরল কোরআনের পাণ্ডুলিপি এর অন্যতম। যেগুলো খুবই সতর্কতার সঙ্গে সংরক্ষণ করা হয়েছে। এখানে রাখা ঐতিহাসিক গ্রন্থগুলোর মাধ্যমে দর্শনার্থীরা ক্যালিগ্রাফি শিল্প, লিপি শৈলীর বিবর্তন এবং কোরআন সংরক্ষণের বিস্তৃত পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করে।

৬৪২ মিটার উঁচু জাবালে নুর বা নুর পাহাড়ের চূড়ায় অবস্থিত ঐতিহাসিক হেরা গুহা। ইসলামের ইতিহাসে নুর পর্বতের ঐতিহাসিক মূল্য আছে। এখানেই নবী মুহাম্মদ (সা.)-এর কাছে হজরত জিবরাইল (আ.)-এর মাধ্যমে প্রথম অহি এসেছিল। অহি আসা শুরুর আগে দীর্ঘসময় তিনি জনবিচ্ছিন্ন হয়ে এই গুহায় এসে ইবাদতে মশগুল থাকতেন।

এ সম্পর্কিত আরও খবর