৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আসাম

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-02-27 08:40:43

ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের সীমান্তঘেঁষা উত্তর পূর্বাঞ্চলীয় ভারতীয় রাজ্য আসাম । রিখটার স্কেলে এ কম্পণের মাত্রা ছিল ৫। খবর-হিন্দুস্তান টাইমস। 

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টা ২৫ মিনিটে এ ভূমিকম্প হয় বলে এক বার্তায় জানিয়েছে ভারতের জাতীয় ভূকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। বার্তায় বলা হয়েছে, আসামের মরিগাঁও জেলায় ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।

ভৌগলিক কারণে আসাম ভূমিকম্পপ্রবণ এলাকা। ভারতের এই উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যটিকে ‘সিসিমিক জোন ফাইভ’-এর অন্তর্ভুক্ত করেছে, এর অর্থ উচ্চঝুঁকিপূর্ণ এলাকা।

আগের দিন মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গোপসাগরের তলদেশে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের কম্পণ অনুভূত হয়েছিল পশ্চিম বঙ্গ ও বাংলাদেশেও।

এ সম্পর্কিত আরও খবর