মালয়েশিয়ায় বাংলাদেশি রেস্টুরেন্ট স্বপ্নছোঁয়ার উদ্বোধন

, প্রবাসী

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট, মালয়েশিয়া | 2025-02-27 11:06:41

মালয়েশিয়া প্রবাসীদের সুলভ মূল্যে দেশীয় খাবারের স্বাদ দিতে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট স্বপ্নছোঁয়া উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায়, ফিতা কেটে রেস্টুরেন্টটি উদ্বোধন করেন মালয়েশিয়ায় বিশিষ্ট ব্যবসায়ী নরসিংদী রায়পুরের নিলক্ষার কৃতি সন্তান মো আলমগীর বেপারী।

এই সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

রেস্টুরেন্টটির কর্ণধার মো. আলমগীর বেপারী জানান, মালয়েশিয়া সকল প্রবাসী ভাইবোনদের কম দামে, মানসম্মত টাটকা ও সুস্বাধু পরিচ্ছন্ন খাবার পরিবেশনের জন্য আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ। আন্তরিকতা ও সুন্দর ব্যাবহারের মাধ্যমে কাস্টমারদের সর্বোত্তম সেবা করা আমাদের প্রচেষ্টা থাকবে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ প্রবাসীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

উদ্বোধন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সম্পর্কিত আরও খবর