বিজ্ঞাপনে জুটিবদ্ধ পারসা ইভানা-শাহজাদা শুভ

ছোটপর্দা, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2025-03-06 20:00:35

ভালোবাসা দিবসে ‘মনেরই খাতায়’ শিরোনামের দারুণ একটি মিউজিক ভিডিও উপহার দেবার পর ভক্তদের নতুন কাজের খবর দিলেন তরুণ প্রজন্মের মডেল ও অভিনেতা শাহজাদা কবির শুভ। তবে এবারের কাজটি আরও চমকপ্রদ, কেননা তার বিপরীতে রয়েছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা।

হোম টেক্স-এর বিজ্ঞাপনে শাহজাদা শুভ ও পারসা ইভানা

পারসা ইভানা বলেন, ‘হোম টেক্স-এর বিভিন্ন ঘরোয়া পন্যের সুনাম আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। এখন সেই ব্র্যান্ডের বিজ্ঞাপনে যুক্ত হয়ে ভালো লেগেছে। আমার বিপরীতে ছিলেন শাহজাদা শুভ। একটি নব বিবাহিত দম্পতির মিষ্টি একটি গল্প দেখানো হয়েছে বিজ্ঞাপনটিতে। আশা করি দর্শকের কাছে কাজটি ভালো লাগবে।’

হোম টেক্স-এর বিজ্ঞাপনে শাহজাদা শুভ

শুভ বলেন, ‘আসছে ঈদুল ফিতর উপলক্ষে বিজ্ঞাপনটি করেছি। এটি জনপ্রিয় ব্র্যান্ড হোম টেক্সের বিজ্ঞাপন। এবারই প্রথম পারসা ইভানার বিপরীতে কাজ করেছি। তিনি ভীষণ প্রফেশসাল একজন শিল্পী। তাই মনেই হয়নি প্রথমবার কাজ করছি। আমরা অনেক স্বাচ্ছন্দ্যে পুরো কাজটি শেষ করতে পেরেছি। যেহেতু হোম টেক্সের বিজ্ঞাপন তাই ইনডোরেই শুট হয়েছে। তাদের পণ্যগুলো তো সব সময় দারুণ কালারফুল হয়। ফলে বিজ্ঞাপনটিও হবে রঙে রঙে ভরা। এখন বিজ্ঞাপনটি প্রচারের পর দর্শকের কেমন সাড়া পাই সেটি দেখার অপেক্ষায় আছি।’

হোম টেক্স-এর বিজ্ঞাপনে শাহজাদা শুভ ও পারসা ইভানা

ওয়ালি আহমেদ সুজনের ‘অ্যাবাউট টাইম ইভেন্টস নিউইয়র্ক’-এর আয়োজনে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন শামীম আহসান। গত ২৮ তারিখ উত্তরায় হোম টেক্সের শো রুমে সম্প্রতি এর শুটিং হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর