জহির ইকবালের সঙ্গে বিয়ের পর থেকে ঘুরেফিরে এসেছে বলিউডের প্রথমসারির অভিনেত্রী সোনাক্ষী সিনহার ধর্মান্তরণের প্রসঙ্গ। সত্যিই কি হিন্দু থেকে স্বামীর ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অভিনেত্রী?
গত বছর ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসেছেন সোনাক্ষী সিন্হা ও জহির ইকবাল। না, আক্ষরিক অর্থে পিঁড়িতে বসতে হয়নি তাকে। কোনও ধর্মীয় আচার ছিল না সোনাক্ষীর বিয়েতে। আইনি বিয়ে সেরে এক জাঁকজমকপূর্ণ প্রীতিভোজের আয়োজন করেছিলেন তারকা দম্পতি।
ভিন্ন ধর্মে বিয়ে করছেন সোনাক্ষী, তা নিয়ে সিন্হা পরিবারের অন্দরে কম অশান্তি হয়নি। বোনের বিয়েতে অভিমান করে আসেননি সোনাক্ষীর দুই দাদা লব ও কুশ। তাদের বিয়ের পর থেকে ঘুরেফিরে এসেছে সোনাক্ষীর ধর্মান্তরণের প্রসঙ্গ। জহিরকে বিয়ে করে কি ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছে অভিনেত্রীকে?
একে অপরকে ভালবেসে বিয়ে করেছেন, তাই ধর্ম নিয়ে আলোচনা হয়নি তাদের মধ্যে। যদিও জহিরের সঙ্গে ‘নিয়াজ’-এ বসেন সোনাক্ষী। এটি ইসলাম ধর্মালম্বীদের একটি উপাচার। একই ভাবে জহির সোনাক্ষীর সঙ্গে বসেন দীপাবলির পুজোয়।
শত্রুঘ্ন-কন্যা সোনাক্ষীর সাফ কথা, ‘দুটো মানুষ একে অপরকে ভালবেসেছে, তাই তারা বিয়ে করেছে। আমাদের সম্পর্কের মাঝে ধর্ম কখনওই অন্তরায় হয়ে দাঁড়ায়নি। আমি যেমন ওর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ঠিক একই অনুভূতি ও আমার ধর্মের প্রতি। আমরা বিশেষ বিবাহ আইন অনুযায়ী বিয়ে করেছি। ধর্মান্তরিত হওয়ার কোনও প্রশ্নই উঠছে না।’