বইমেলার শেষবেলায় লেখক সাবিলা নূরের আবির্ভাব

ছোটপর্দা, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2025-02-27 12:58:24

এ সময়ে ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। তাকে দর্শক শুধুই ভালোবাসেন কাজের মাধ্যমে। কারণ, তার ব্যক্তিজীবনে নেই কোন রসালো গল্প।

খুবই বুঝে শুনে পা ফেলেন এই অভিনেত্রী। ভালো গল্প, চরিত্র আর নির্মাতার সঙ্গে কাজেই শুধু তার ঝোঁক। নেই শোবিজ পলিটিক্স, কিংবা গসিপিং-এ। অভিনয়ের বাইরে বাকীটা সময় কাটান পরিবার, বই পড়া কিংবা সিনেমা দেখার মাধ্যমে।

সাবিলা নূর । ছবি: টুডে স্টোরি

তাইতো কখন যে লুকিয়ে লুকিয়ে একটি বই লিখে ফেললেন কেউ জানতেই পারেনি। কাজ হওয়ার আগে তার বিন্দুমাত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশও করেননি এই মেধাবী অভিনেত্রী। অথচ আজ একুশে বইমেলার শেষবেলাতে এসে একেবারে বইয়ের প্রচ্ছদ নিয়ে হাজির সাবিলা!

চুপিসারে লেখক বনে গেলেন এই তারকা। নিজের লেখা প্রথম বইয়ের মোড়ক ফেসবুকে প্রকাশ করে সাবিলা লিখেছেন, ‘‘আমার প্রথম বই ‘ভালোবাসা অতঃপর’। এই বইজুড়ে থাকছে দশ রকমের দশটি গল্প। পাওয়া যাচ্ছে এবারের বইমেলায়। অনন্যা প্রকাশনী, প্যাভিলিয়ন-২৭’।’’

সাবিলার প্রথম বইয়ের প্রচ্ছদ

বইটির লেখক সাবিলা একা নন। যৌথভাবে লিখেছেন সালাম রাসেল নামের আরেক লেখক।

প্রসঙ্গত, লেখক হিসেবে সাবিলা এবারই প্রথম আত্মপ্রকাশ করলে তিনি লেখালেখি করেন ছোটবেলা থেকেই। সেই লেখা যে কেবল নিজের নোটবুক কিংবা ডায়রিতে খসড়া হিসেবেই থেকে গেছে তাও কিন্তু নয়।

সাবিলা নূর । ছবি: শায়ান তানজিল

এই অভিনেত্রীর লেখা গল্প নিয়ে ২০২১-এ নির্মিত হয় নাটক ‘পারাপার’। রাফাত মজুমদার রিংকুর নির্দেশনায় সেই নাটকে অভিনয় করেন সাবিলা নূর নিজেই। তার সহশিল্পী ছিলেন তাহসান খান ও মনোজ প্রামাণিক।

এরপর ২০২২-এ সাবিলা লেখেন দর্শক নন্দিত নাটক ‘রিদিকা’র গল্পটি। সেই নাটকে তার সহশিল্পী ছিলেন ইয়াস রোহান।

সাবিলা নূর । ছবি: টুডে স্টোরি

এ সম্পর্কিত আরও খবর