চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পটিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইলিয়াছ উদ্দিন আহাম্মদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে এবং তিনি নিজ বেতন ও বেতনক্রমে পদায়ন হবেন। এছাড়া, বোর্ড কর্তৃপক্ষের তরফ থেকে তাকে প্রয়োজনীয় ভাতা ও সুবিধা প্রদান করা হবে।
এছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বোর্ড কর্তৃপক্ষ যদি তাকে সরকারি বাসস্থানের ব্যবস্থা করে, তবে তিনি বাড়ি ভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না। সরকারি বাসায় থাকলে, বাড়ি ভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে সংশ্লিষ্ট খাতে জমা দেবেন। এছাড়া, তার চাকরি সরকারের প্রচলিত বিধি অনুসারে নিয়ন্ত্রিত হবে।
অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ ১৯৯৩ সালে ১৪তম বিসিএসে যোগ দিয়ে শিক্ষকতা শুরু করেন এবং ২০১৮ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০২৩ সালে তিনি পটিয়া সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।