গ্রাহকদের সম্মানে র‍্যাঙ্কস পেট্রোলিয়ামের ইফতার ও নৈশভোজের

, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম |

গ্রাহকদের সম্মান জানানোর মধ্য দিয়ে আরও বেশি গ্রাহকবান্ধব হয়ে উঠতে চায় বাংলাদেশে শেল লুব্রিক্যান্টের একমাত্র ম্যাক্রো ডিস্ট্রিবিউটর র‍্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেড। এরই অংশ হিসাবে ইন্ডাস্ট্রিয়াল, নন-ইন্ডাস্ট্রিয়াল এবং পাওয়ারপ্ল্যান্টের লুব্রিকেন্টের গ্রাহকদের সম্মানে প্রতষ্ঠানটি ইফতার, দোয়া মাহফিল ও নৈশভোজের আয়োজন করেছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্প্রতি দুদিনব্যাপী এই ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে র‍্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশে শেল লুব্রিক্যান্টের একমাত্র ম্যাক্রো ডিস্ট্রিবিউটর র‍্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেড। গ্রাহকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে র‍্যাঙ্কস পেট্রোলিয়ামের সুনাম রয়েছে। দুদিনব্যাপী আয়োজিত ইফতার, দোয়া মাহফিল এবং নৈশভোজ তাই পরিণত হয়েছিল মিলনমেলায়।

প্রতিষ্ঠানটি জানায়, র‍্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেড বাংলাদেশের সর্ববৃহৎ ফিনিশড লুব আমদানিকারক। বিশ্বমানের লুব্রিক্যান্ট এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে, শেল দেশব্যাপী ইন্ডাস্ট্রিয়াল, নন-ইন্ডাস্ট্রিয়াল, পাওয়ারপ্ল্যান্ট এবং মোটরযান লুব্রিকেন্টের গ্রাহকদের সকল ধরণের লুব্রিকেন্টের চাহিদা পূরণ করে। বিগত ১৮ বছর ধরে শেল বিশ্বের ১ নম্বর লুব্রিক্যান্ট সরবরাহকারী প্রতিষ্ঠান। গ্রাহকদের সম্মান জানানো মধ্যে দিয়ে তারা আরও বেশি গ্রাহক বান্ধব হয়ে উঠতে চায়।

এ সম্পর্কিত আরও খবর