সোশ্যাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারি (বৃহস্পতিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের সিইও ওয়ালিদ মাহমুদ সোবহানী।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান, সিকিউরিটিজের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।