ছাত্রদলের মতো নৈতিক সৎ সাহস গুপ্ত সংগঠনের নেই: ছাত্রদল সভাপতি

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2025-02-26 21:49:12

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন 'এই বাংলাদেশে একটি গুপ্ত ছাত্রসংগঠন রয়েছে৷ আপনারা লক্ষ্য করলে দেখবেন, তাদের ক্যাম্পাস কমিটিগুলো হয় দুই-তিন বা পাঁচ সদস্য বিশিষ্ট। এ ব্যাপারে তাদের প্রশ্ন করলে তারা এর কোনো সদুত্তর দিতে পারে না। ছাত্রদলের মতো তাদের সে ধরনের নৈতিক সৎ সাহস নেই, যে তারা তাদের আদর্শ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবে। সে কারণে তারা এখনো গুপ্ত সংগঠন হিসেবে বিরাজমান।'

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব৷

অনুষ্ঠানে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের সভাপতিত্ব ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের সঞ্চালনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি বলেন, বাংলাদেশের গুপ্ত ছাত্রসংগঠনটি ছাত্রদলের মানবিক, ধৈর্য ও সহনশীল ছাত্ররাজনীতিতে বিশ্বাস করতে পারে না। এ কারণে তারা ষড়যন্ত্রকারী রূপে আবির্ভূত হয়েছে৷ আমরা দীর্ঘদিন ছাত্র রাজনীতি করছি আমাদের অভিজ্ঞতা বলে ছাত্রদলের মতো তাদের কোন সৎ সাহস নেই যে তারা প্রকাশ্যে এসে সাধারণ শিক্ষার্থীদের নিকট তাদের আদর্শকে বিলিয়ে দিবে, তাদের আদর্শকে প্রচার করবে৷ ছাত্রদল যদি মনে করে থাকে যে এই বাংলাদেশে কোন গুপ্ত সংগঠনের অস্তিত্ব রাখবে না, ছাত্রদল তা বাস্তবায়ন করার ক্ষমতা রাখে৷

তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ইতিহাস ঐতিহ্য রয়েছে। যে বা যারাই এই ইতিহাসকে পরিবর্তন করতে চাইবে, সেটা যারা ভূলুণ্ঠিত করতে চাইবে তাদেরকে আপনাদের প্রতিহত করতে হবে৷

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিব বলেন, আমাদের আধিপত্যবাদ বিরোধী শক্তির প্রতীক হল আবরার ফাহাদ। ছাত্রদল আবরার ফাহাদকে হৃদয়ে ধারণ করে। আপনারা দেখেছেন, শিশির মনির, যিনি শিবিরের সাবেক সভাপতি, তিনি নাকি আবরার হত্যাকাণ্ডের আসামিদের আইনজীবী। এতে আমাদের মনেও অনেক প্রশ্ন জাগ্রত হয়েছে। এই শিশির মনির যদি আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হয়ে থাকেন, তাহলে এর দায়ভার অবশ্যই শিবিরকে নিতে হবে এবং এর জবাবও দিতে হবে।

তিনি আরও বলেন, কেউ কোনোদিন বলতে পারবে না যে ছাত্রদল দ্বারা কেউ সামান্যভাবে প্রভাব প্রতিপত্তির শিকার হয়। আমরা এ ধরনের রাজনীতি থেকে বের হয়ে এসেছি৷ আমরা সর্বোচ্চ পরিমাণে ধৈর্য ও সহনশীল রাজনীতির পরিচয় দিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা৷

এ সম্পর্কিত আরও খবর