পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে ২৩তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা প্রশাসনিক ভবনের সামনে সমবেত হন।
উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে সকাল ৯টায় কেক কাটার পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১০টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ ও বিশ্ববিদ্যালয় উদযাপন কমিটির কনভেনর অধ্যাপক ড. মো. মাহবুব রব্বানী।
সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ, হাঁড়িভাঙা, হাস-মুরগি দৌড় ও রশি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় টিএসসির কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের অর্জন শীর্ষক বৈজ্ঞানিক উপস্থাপনা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় খেলার মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০০২ সালের ২৬ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার পটুয়াখালী কৃষি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রজ্ঞাপন জারি করে। এর পর থেকে দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।